শেরপুরে ৪৪ তম জাতীয় স্কুল-মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতার জেলা পর্যায়ের ফাইনাল খেলা ৩১ আগস্ট সোমবার স্থানীয় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে সম্পন্ন হয়েছে। ফুটবলের ফাইনালে ঝিনাইগাতীর মরিয়মনগর আদিবাসী উচ্চ বিদ্যালয় একাদশ, মেয়েদের ফুটবলে নালিতাবাড়ীর আব্দুল হাকিম স্মৃতি উচ্চ বিদ্যালয়, ছেলেদের হ্যান্ডবলে শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমী, মেয়েদের হ্যান্ডবলে নকলার গৌরদ্বার উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। এছাড়া ছেলেদের কাবাডিতে সদরের ইদ্রিসিয়া ফাজিল মাদ্রাসা ও মেয়েদের কাবাডিতে সদরের আফছর আলী আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত তিনদিনব্যাপী এ ক্রীড়া প্রতিযোগিতার ফাইনাল খেলা শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক ডা. এ এম পারভেজ রহিম বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরস্কার বিতরন করেন। এসময় জেলা শিক্ষা অফিসার মো. আমিরুল ইসলাম, ডিএসএ ও ডিএফএ সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস