Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

জেলা প্রশাসকের বার্তা

 আব্দুল্লাহ আল খায়রুম 
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, শেরপুর


মেঘালয়ের পাদদেশে গারো পাহাড়ের কোলে দেশের উত্তর সীমান্তে অবস্থিত পাহাড়-নদী-হ্রদ বেষ্টিত, বন-হাতি-জীববৈচিত্র্যসমৃদ্ধ পর্যটন জেলা শেরপুর। ‘পর্যটনের আনন্দে, তুলশীমালার সুগন্ধে-শেরপুর’ স্লোগানে পণ্য-পর্যটনকে উপজীব্য করে জেলাকে ব্র্যান্ডিং করা হচ্ছে। উন্নয়ন, উদ্ভাবন, সুশাসন,  জাতীয় শুদ্ধাচার কৌশল ও তথ্য অধিকার বাস্তবায়ন, ই-নথি কার্যক্রম, গণশুনানি ও অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা, সেবা প্রদান প্রতিশ্রুতি বাস্তবায়ন, সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার, জনগণের দোরগোড়ায় ডিজিটাল সেন্টারের সেবা প্রাপ্তি নিশ্চিতকরণ, মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ বাস্তবায়ন, মুজিববর্ষে মাননীয় প্রধানমন্ত্রী প্রতিশ্রুত ভূমিহীন ও গৃহহীন পুনর্বাসন, টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) ২০৩০, রূপকল্প-২০৪১, সরকারের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে এ জেলা অগ্রগণ্য ভূমিকা পালন করে যাচ্ছে। 


ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয় তথা রূপকল্প-২০২১ বাস্তবায়ন এবং দেশে ই-গভর্ন্যান্স কার্যক্রমকে বেগবান করার লক্ষ্যে মন্ত্রিপরিষদ বিভাগ এবং মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্পের যৌথ উদ্যোগে দেশের সকল জেলাসমূহে জেলা তথ্য বাতায়ন নির্মাণের যে প্রশংসনীয় উদ্যোগ নেয়া হয়েছে তার ফলশ্রুতি এই শেরপুর জেলা তথ্য বাতায়ন। 


এটি জেলার তথ্যভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত; এর মাধ্যমে জনগণ, জেলা প্রশাসন ও অন্যান্য সরকারি অফিসের সাথে যোগাযোগ সহজ হবে এবং সকল কার্যক্রমে অধিক স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা পাবে। এ পোর্টালটিতে শেরপুর জেলার জেলা প্রশাসন ও সকল সরকারি অফিসসমূহের সকল তথ্য ও প্রদত্ত সেবাসমূহ বিশদভাবে তুলে ধরা হয়েছে। সুনির্দিষ্ট নাগরিক সেবা ও জেলার উন্নয়ন কার্যক্রমের তথ্যের পাশাপাশি তুলে ধরা হয়েছে জেলার ইতিহাস ও ঐতিহ্য। শিক্ষক-ছাত্রছাত্রী-গবেষক-পর্যটক অথবা যে কোন জ্ঞানপিপাসু ব্যক্তি শেরপুর জেলা সম্পর্কে অনেক প্রশ্নের জবাব পাবেন এই বাতায়ন থেকে। সাধারণ জনগনের প্রশাসন এবং সরকারি দপ্তরসমূহের কাছে যে প্রত্যাশা রয়েছে তা পূরণকল্পে জেলা পোর্টালটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস।


আমি সানন্দ চিত্তে কৃতজ্ঞতা জানাই এই জেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীগণকে, যাঁরা তথ্য সরবরাহ করে এই ওয়েব পোর্টালের অগ্রযাত্রাকে ত্বরান্বিত করেছেন। আমি ধন্যবাদ জানাই আমার সহকর্মীদের, যাঁদের ঐকান্তিক প্রচেষ্টায় সময় এবং জনবল সংকট থাকা সত্ত্বেও এই কার্যক্রম অত্যন্ত দ্রুততার সাথে বাস্তবায়ন সম্ভব হয়েছে। এই ওয়েব পোর্টালের তথ্যভাণ্ডার আরো সমৃদ্ধকরণ,মানোন্নয়ন এবং তথ্য হালনাগাদকরণের জন্য যে কোন পরামর্শ সাদরে গৃহীত হবে। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেয়ার মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠাই আমাদের মূল লক্ষ্য। আপনাদের সহযোগিতায় আমাদের সে উদ্দেশ্য সফল হবে এ আমাদের দৃঢ় বিশ্বাস ও প্রত্যাশা।


শেরপুর জেলা তথ্য বাতায়নে আপনাকে স্বাগতম।