Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বিশেষ অর্জন

       

ই-কৃষি

    সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতির সাথে সঙ্গতি রেখে শেরপুর জেলা প্রশাসন ‘শেরপুর কৃষি’ নামে একটি ডাটা ব্যাংক তৈরি করেছে। ডাটা ব্যাংকটিতে ভূমির প্রকৃতি, উৎপাদিত শস্য সমাহার,বোরো চাষীদের বিস্তারিত বর্ণনা, প্রযুক্তিনির্ভর জরুরী কৃষি তথ্যাবলী, কৃষি ব্যবস্থাপনার কাজে নিয়োজিত কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের যোগাযোগের ঠিকানাসহ কৃষিভিত্তিক প্রয়োজনীয় তথ্য সন্নিবেশিত হয়েছে। এসব বিষয় যে শুধু অনুসন্ধিৎসু মানুষের মনের চাহিদা মিটাবে তা নয়; বরং স্থানীয় কৃষকদেরকে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করবে। এরই সাথে তাদেরকে তথ্য প্রযুক্তির কাছাকাছি আসতে উৎসাহ যোগাবে। ডাটা ব্যাংকটি অব্যাহতভাবে হালনাগাদ করা সম্ভব হলে এটি একটি পূর্ণাঙ্গ তথ্যভান্ডারে রূপান্তিত হবে। পাশাপাশি Digital Sherpur Agriculture  নাম দিয়ে এটিকে  Website এ অবমুক্ত করতে পারলে এখানে সবার প্রবেশাধিকার নিশ্চিত হবে।

    শেরপুর একটি কৃষিপ্রধান এলাকা। এ জেলার ৭৮% লোক কৃষির সাথে সরাসরি জড়িত।জেলা প্রশাসকের ব্যক্তিগত উদ্যোগে ডিজিটাল শেরপুর কৃষি তৈরি করা হয়েছে। এটি তথ্যবহুল নির্ভরযোগ্য, সহজলভ্য ও অতি প্রয়োজনীয় একটি সফটওয়্যার। এখান থেকে যে কেউ তাদের প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করতে পারবে। এই সফটওয়্যারটি ইতোমধ্যেই সিডি আকারে প্রকাশ করা হয়েছে।

     মাননীয় কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এর মোড়ক উন্মোচন করেন। ই-কৃষি সফটওয়্যারটিতে কৃষি তথ্যের পাশাপাশি শেরপুর জেলার প্রতিটি  উপজেলার ও ইউনিয়ন এর তথ্য সন্নিবেশিত আছে।

      এর সম্পাদনায় ছিলেন প্রাক্তন জেলা প্রশাসক জনাব মোঃ নাসিরুজ্জামান।