Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কি সেবা কিভাবে পাবেন

জেলা প্রশাসকের কার্যালয়ে ই-সেবা কেন্দ্রে কিভাবে আবেদন করবেন :-

ই-সেবা কেন্দ্রে এসে সরাসরি আবেদন পত্র জমা দিন ।
রেকর্ডরূম থেকে নকল পেতে চাইলে আবেদনপত্রের সাথে কোর্ট ফি জমা দিন ।
উপজেলা ই সেবা কেন্দ্র থেকে একইভাবে সেবা পাওয়া যাবে ।
ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র থেকেও একইভাবে সেবা পাওয়া যাবে ।
ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্র থেকে আবেদন করা যাবে ।

ইন্টারনেটে কিভাবে আবেদন করবেন ?
জেলা তথ্য বাতায়ন www.sherpur.gov.bd থেকে অনলাইনে আবেদন ফরম পূরন করূন ।
আবেদন পত্রে আপনার মোবাইল নাম্বার এবং ই-মেইল উল্লেখ করূন ।
মোবাইল নাম্বার এবং ইমেইলে আপনার আবেদন নাম্বার পাঠানো হবে ।
প্রাপ্ত আবেদন নাম্বারটি সংরক্ষন করূন ।
ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র থেকে আবেদন করা যাবে ।